Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

০১ বছর মেয়াদী বি.এড প্রোগ্রাম

কোর্সের মেয়াদ: ১ বছর (২ সেমিস্টার), ১ জানুয়ারি-৩১ ডিসেম্বর

সময়কাল: ১ম সেমিস্টার ১ জানুয়ারি-৩০ জুন।

২য় সেমিস্টার: ১ জুলাই-৩১ ডিসেম্বর।

ভর্তির যোগ্যতা: স্নাতক(পাশ)/স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর ডিগ্রি

আবেদন করার সময়:  জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত বিজ্ঞপ্তি অনুসারে।

ক্লাশ শুরু: ১ জানুয়ারি।

 

শিক্ষাক্রম

১ম সেমিস্টার:

  • আবশ্যিক বিষয় ৪টি
  • শিক্ষণ বিষয় ২টি
  • পাঠদান অনুশীলন-১

 

২য় সেমিস্টার:

  • আবশ্যিক বিষয় ২টি
  • নৈর্বাচনিক বিষয় ১
  • পাঠদান অনুশীলন-২
  • কম্প্রেহেনসিভ পরীক্ষা
  • মৌখিক পরীক্ষা

 

পরীক্ষার ধরন ও নম্বর বণ্টন

  • প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • ৪০ নম্বরের অভ্যন্তরীণ পরীক্ষা এবং ৬০ নম্বরের চূড়ান্ত পরীক্ষা।
  • অভ্যন্তরীণ পরীক্ষা কলেজ কর্তৃক গৃহীত হবে।
  • প্রতি সেমিস্টার শেষে ৩ ঘণ্টার চূড়ান্ত পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত হবে।
  • ৬ টি আবশ্যিক বিষয়ের উপর ২ ঘণ্টার একটি কম্প্রেহেনসিভ পরীক্ষা যার নম্বর ১০০।
  • অনুশীলনী পাঠদান-১ পরীক্ষার নম্বর ৫০।
  • অনুশীলনী পাঠদান-২ পরীক্ষার নম্বর ১০০।
  • মৌখিক পরীক্ষার নম্বর ৫০।
  • সর্বমোট ১২০০ নম্বরের পরীক্ষা।

 

অভ্যন্তরীণ পরীক্ষা

  • মোট নম্বর ৪০।
  • প্রতি সেমিস্টারে ২ টি ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • ইনকোর্স পরীক্ষা-১:                ১৫ নম্বর
  • ইনকোর্স পরীক্ষা-২:                ১৫ নম্বর
  • অর্পিত কাজ (এ্যাসাইনমেন্ট):     ০৫ নম্বর
  • উপস্থিতি:                            ০৫ নম্বর

 

চূড়ান্ত পরীক্ষা: ৬০ নম্বর

  • নৈর্ব্যক্তিক প্রশ্ন ২০ নম্বর
  • দীর্ঘ উত্তরমূলক প্রশ্ন ৪০ নম্বর

 

অনুশীলনী পাঠদান-১: ৪ সপ্তাহ

 

অনুশীলনী পাঠদান-২: ৮ সপ্তাহ।

 

 

বিষয়াবলী

 

আবশ্যিক বিষয়:

  • মাধ্যমিক শিক্ষা
  • শিখন-শেখানো দক্ষতা ও কৌশল
  • শিখন ও শিখন যাচাই
  • শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
  • একীভূত শিক্ষা
  • শিক্ষায় গবেষণা

 

শিক্ষণ বিষয়াবলী: শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভাজন মোতাবেক যে কোন দুইটি বিষয় নির্বাচন করতে হবে।

  • বাংলা শিক্ষণ
  • ইংরেজি শিক্ষণ
  • বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা শিক্ষণ
  • পৌরনীতি ও নাগরিকতা শিক্ষণ
  • বাংলাদেশ ও বিশ্বপরিচয় শিক্ষণ
  • ভূগোল ও পরিবেশ শিক্ষণ
  • এডভ্যান্স আইসিটি শিক্ষণ
  • গণিত শিক্ষণ
  • পদার্থ বিজ্ঞান শিক্ষণ
  • রসায়ন শিক্ষণ
  • জীববিজ্ঞান শিক্ষণ
  • ব্যবসায় উদ্যোগ শিক্ষণ
  • হিসাব বিজ্ঞান শিক্ষণ
  • ফিনান্স ওব্যাংকিং শক্ষণ

 

নৈর্বাচনিক বিষয়: শিক্ষার্থীকে যে কোন একটি বিষয় নির্বাচন করতে হবে।

  • প্রাথমিক শিক্ষা
  • গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান শিক্ষণ
  • চারু ও কারুকলা শিক্ষণ
  • শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধূলা শিক্ষণ
  • কৃষি শিক্ষা শিক্ষণ
  • গার্হস্থ্য অর্থনীতি শিক্ষণ
  • ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা শিক্ষণ
  • হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা শিক্ষণ
  • বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা শিক্ষণ
  • খৃস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা শিক্ষণ