Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপাধ্যক্ষের জীবনবৃত্তান্ত

ড. বিশ্বজিৎ ব্যানার্জী ১৯৯৬ সালে ১৬’শ বিসিএস (সাধারণ শিক্ষা) কর্মকর্তা (প্রভাষক, ইতিহাস) হিসেবে

সিরাজগঞ্জ জেলার কাজিপুর সরকারি মুনসুর আলী কলেজে কর্মজীবন শুরু করেন। এরপর বগুড়া,

চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন কলেজে সুনামের সাথে শিক্ষকতা করেন। ২০১৫ সালে সহযোগী অধ্যাপক

হিসেবে পদোন্নতি লাভেরপর তিনি  সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহীতে যোগদান করেন। ২০২২ সালের ২৯

আগষ্ট তিনি এই কলেজে উপাধ্যক্ষ পদে যোগদান করেন।

তাঁর জন্মস্থান নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা সদরে। কৈশোর থেকে তিনি বিভিন্ন সাংস্কৃতিক চর্চা ও

সংগনের সাথে জড়িত। তিনি শিক্ষা ক্যাডারের বুনিয়াদি প্রশিক্ষণ (৫২তম ব্যাচ), জাতীয় বিশ্ববিদ্যালয়ের

অধীনে ‘বিষয়ভিত্তিক উচ্চতর শিক্ষক প্রশিক্ষণ’, ‘মুক্তিযুদ্ধভিত্তিক ইতিহাস প্রশিক্ষণ’ (২য় ব্যাচ) লাভ

করেছেন। এছাড়া ২০১২ সালের করিকুলাম বিস্তরণ, জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা, ‘সৃজনশীল প্রশ্ন প্রণয়ন ও

মূল্যায়ন’, ‘অফিস ও আর্থিক ব্যবস্থাপনা’, আইসিটি ইন প্রফেশনাল ডেভলেপমেন্ট’, প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ

গ্রহণ ও প্রদান করেছেন।

ড. বিশ্বজিৎ ব্যানার্জী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (৩৪তম ব্যাচে) ইতিহাস বিভাগ থেকে বিএ (অনার্স) ও

এম.এ এবং পিএইচ.ডি. ডিগ্রি (২০১২ সালে) লাভ করেন। তাঁর পিএইচ.ডি. থিসিস ‘বাংলাদেশের

মুক্তিসংগ্রাম: সাংস্কৃতিক ধারা’ শিরোনামে ২০১৩ সালে অনুপম প্রকাশনী, বাংলা বাজার ঢাকা থেকে

প্রকাশিত হয়েছে। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ‘বাংলাদেশের সাংস্কৃতিক সমীক্ষা প্রকল্প’ (২০০৬)-এ তিনি

বগুড়া জেলা সমন্বয়কারী ও গবেষক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, প্রত্ননিদর্শন,

আদিবাসী প্রভৃতি বিষয়ে দেশে-বিদেশে তাঁর বেশকয়েটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বেতার রাজশাহী

কেন্দ্রে ‘মুজিব জন্মশতবর্ষের অনুষ্ঠানমালায়’ বেশকিছু কথিকা ও আলেখ্য রচনা ও উপস্থাপনা করে তিনি

সুনাম অর্জন করেছেন।